একদিনের ক্রিকেটে মন জিতে নিচ্ছেন শুভমন। তিন ম্যাচের ওডিআই সিরিজে প্রথম দু’বার অর্ধশতরান, আর তৃতীয়বারে একেবারে সেঞ্চুরি। এই সেঞ্চুরির আগেই অবশ্য ওডিআইতে বিশ্ব র্যাঙ্কিংয়ে ২ নম্বরে উঠে এসে বাবর আজমের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করে দিয়েছিলেন গিল। এই সেঞ্চুরিতে শীর্ষে ওঠার দৌড়ে ভালভাবেই রয়ে গেলেন। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অধিনায়ক রোহিত শর্মা রান পাননি। তবে সহ অধিনায়ক শুভমন গিল যেন দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন। ১০২ বলে করেন ১১২ রান। এরমধ্যে ১৪ চার ও ৩ ছক্কা। এই নিয়ে ওডিআইতে সপ্তম সেঞ্চুরি করলেন শুভমন গিল। ভারতীয়দের মধ্যে সবচেয়ে কম (৫০) ইনিংস খেলে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। সেইসঙ্গে দ্রুততম ২৫০০ রানও পূর্ণ করলেন শুভমন। হাশিম আমলা যেখানে ৫১ ইনিংস খেলেছিলেন, সেখানে মাত্র ৫০ ইনিংসই সেই মাইলস্টোনে পৌঁছে গেলেন তিনি।