More
    Homeখবরএকপাশ থেকে হুঙ্কার, 'দেখে নেব'! অন্যদিক থেকে আওয়াজ এল, 'দেখা হোক'! বৃহস্পতিবার...

    একপাশ থেকে হুঙ্কার, ‘দেখে নেব’! অন্যদিক থেকে আওয়াজ এল, ‘দেখা হোক’! বৃহস্পতিবার কোন ‘চ্যালেঞ্জ’-এর মুখোমুখি হতে চলেছেন ‘দুজনে’?

    একপাশ থেকে হুঙ্কার, ‘দেখে নেব’! অন্যদিক থেকে আওয়াজ এল, ‘দেখা হোক’! বৃহস্পতিবার কোন ‘চ্যালেঞ্জ’-এর মুখোমুখি হতে চলেছেন ‘দুজনে’? বিগত কয়েকদিন ধরেই সমাজমাধ্যমে বাকযুদ্ধ যেন লেগেই রয়েছে একই শিবিরের দুই সদস্য দেব এবং কুণাল ঘোষের। তবে এবার আর সোশ্যাল মিডিয়ায় নয়, এবার মুখোমুখি সংঘাত। সমাজমাধ্যমে এমই এক মেগা ফাইটের ইঙ্গিত দিলেন দুজনেই। সব কিছুরই সূত্রপাত মঙ্গলবার থেকেই। এদিন নিজের এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায় দেবকে ‘আঙুল’ উঁচিয়ে কুণাল বলছেন, ‘বৃহস্পতিবার দেবকে দেখে নেব।’ অন্যদিকে টুইটে দেবও দিয়েছেন পাল্টা উত্তর। একটুও দেরি না করে, ছবি পোস্ট করে দেব লিখলেন, ‘বৃহস্পতিবার গিয়ে বুঝে নেব’। সঙ্গে ক্যাপশনে যোগ করলেন, ‘হোক দেখা!’ যদিও কী কারণে এমন হুঁশিয়ারি, না স্পষ্ট করেননি কেউই। নেটপাড়ার একাংশ মনে করছে, এর নেপথ্যে লুকিয়ে নতুন কোনও চমক বা দেব এবং সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন ছবি ‘টেক্কা’র প্রচারকৌশল।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments