More
    Homeবিনোদনএকফালি রোদ মেখে কী ভাবছেন তথাগত মুখোপাধ্যায়?

    একফালি রোদ মেখে কী ভাবছেন তথাগত মুখোপাধ্যায়?

    অনাবৃত শরীরের ঊর্ধ্বাঙ্গ। আনমনা দু’চোখ চেয়ে সামনের দিকে। একফালি রোদ মেখে কী ভাবছেন তথাগত মুখোপাধ্যায়? নতুন ছবি ‘রাশ’-এর পাশাপাশি ব্যক্তিগত জীবনকে ঘিরেও এই মুহূর্তে চর্চায় রয়েছেন পরিচালক তথা অভিনেতা। সদ্যই সংবাদের শিরোনামে এসেছে তাঁর প্রেমজীবন। তবে রবিবার রাত থেকে তথাগতর একটি ছবিকে ঘিরে নতুন করে শুরু হল আলোচনা।

     

    শুটিং থেকে সাময়িক বিরতি নিয়ে ঘরেই অবসরযাপন তথাগতর। ছবিতেই প্রমাণ মিলছে কিছুটা। জানালার কাছে আনমনা বসে রয়েছেন তথাগত। অনাবৃত শরীরে এসে পড়েছে পড়ন্ত বিকেলের একফালি রোদ। কিন্তু ক্যামেরার নেপথ্যে কে?

     

    তথাগতর এই ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন তাঁর প্রেমিকা আলোকবর্ষা বসু। পরে সেটিই আবার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন পরিচালক নিজেও।

     

    টলিউডে যেন প্রেমের মরশুম! তার মাঝেই প্রেমের ইস্তেহার তথাগত মুখোপাধ্যায়ের। একই পেশায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন তাঁরা। সহকারী পরিচালকের ‘আলো’তেই এই মুহূর্তে আলোকিত পরিচালকের জীবন। গত শনিবার, প্রেম দিবসের পরের দিনই সমাজমাধ্যমে প্রেমিকা আলোকবর্ষা বসুর সঙ্গে ছবি পোস্ট করেছিলেন তথাগত।

     

    দিন কয়েক আগে হঠাৎ-ই তথাগতর প্রেমের খবর ছড়িয়ে পড়ে। শোনা যায়, নতুন করে নাকি প্রেমে পড়েছেন তিনি। কিন্তু কে সেই রহস্যময়ী নারী? প্রশ্ন খুঁজছিলেন অনুরাগীরাও। অবশেষে নিজেই ভালবাসাকে প্রকাশ্যে এনেছেন পরিচালক। ভালবাসার মাসে নিজেই সম্পর্কে সিলমোহর বসিয়েছেন তিনি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments