একযুগ পর, তলানিতেই এসে ঠেকলেন যেন বিরাট কোহলি। ব়্যাঙ্কিংই বলে দিচ্ছে, কতটা খারাপ পারফরমেন্স! টেস্টে ব্যাটারদের তালিকায় কোহলির ব়্যাঙ্কিং ২৭। টেস্টে ক্রিকেটে শুরুর একবছর পর, ২০১২ সালে ৩৬ নম্বরে ছিলেন কোহলি।সেই একবারই টেস্টে প্রথম ২৫ ব্যাটারের বাইরে ছিলেন বিরাট। রোহিত শর্মা! তিনি এরপর প্রথম পঞ্চাশের বাইরেই চলে যাওয়ার উপক্রম। এখনই আছেন ৪২ নম্বরে। টেস্টে বোলিংয়ে অবশ্য একনম্বর স্থান ধরে রেখেছেন জসপ্রীত বুমরাহ। কেরিয়ার সেরা ৯০৮ রেটিং পয়েন্ট ভারতীয় পেসারের।