গুরুতর অভিযোগ রাশিয়ার! চিন নাকি ভারতকে ম্যাচ ছেড়ে দিয়েছে! সে’কারণেই নাকি চ্যাম্পিয়ন হয়েছে ডি গুকেশ! রাশিয়া কেন এমন অভিযোগ তুলল, তা নিয়ে সমাজমাধ্যমে চর্চা শুরু হয়ে গেছে। রাশিয়ার দাবা সংস্থার প্রধান আন্দ্রে ফিলাতভের অভিযোগ, ডিং লিরেন ইচ্ছাকৃতভাবে ম্যাচ হেরেছেন। যে কারণে ফিডেকে তদন্ত শুরু করতে অনুরোধ করেছেন তিনি। ফিলাতভের অভিযোগ, ‘চিনের দাবাড়ু যেভাবে হেরেছেন তা সন্দেহজনক। এটা নিয়ে ফিডের তদন্ত করা উচিত। লিরেন ম্যাচটা যে জায়গা থেকে হেরেছে, তা একজন প্রথম শ্রেণির দাবাড়ুর পক্ষেও হারা কঠিন।’ যদিও ম্যাচ শেষে লিরেন ভুলের দায় স্বীকার করে বলেছেন, চাপের কারণে সিদ্ধান্তে ভুল হয়েছিল।