নন্দীগ্রামে সভাস্থলে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০৭ সালে জমি আন্দলন করতে গিয়ে নিখোঁজদের পরিবারের হাতে চার লক্ষ টাকার চেক প্রদান করেন তিনি।
শুভেন্দু অধিকারী দলবদলের পর নন্দীগ্রামে মমতার এটি প্রথম সভা। তেখালির মাঠে সভা তাঁর। সিঙ্গুরের পাশাপাশিই নন্দীগ্রামের মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের রাজনৈতিক উত্থানের শুরু।
কী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়?
• ‘আমি যদি নন্দীগ্রামে ভোটে দাঁড়াই, কেমন হয়?’ মমতার ঘোষণা।
• ‘নন্দীগ্রাম থেকেই ২০২১-এ জেতার পালা শুরু হল’, বললেন মমতা।
• ‘নন্দীগ্রামের শহিদদের কোনওদিন ভুলিনি, ভুলব না। অত্যাচার, অনাচারকে সহ্য করে যেভাবে আপনার আন্দোলন করেছিলেন, তার কোনও তুলনা হয় না।’ বললেন মমতা।
• যদি কোনও সমস্যা হয়, সরাসরি দুয়ারে সরকারে যাবেন, তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে।
• নন্দীগ্রামে নিখোঁজ ও শহিদ পরিবারকে পেনশন দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার।
• নন্দীগ্রামে সুপার স্পেশালিটি হাসপাতাল করা হয়েছে।
• চণ্ডীপুর ও নন্দকুমার ব্লকে ৭০ হাজার পরিবারে বাড়ি বাড়ি জলের কল পৌঁছতে দেড় হাজার কোটি টাকার প্রকল্প।
• নন্দীগ্রামের সাধারণ মানুষ প্রচুর কাজ পাবেন, নন্দীগ্রামের সাধারণ মানুষ নিজের শহরেই মাথা তুলে দাঁড়াবেন।
• সব হোয়াটস অ্যাপ বিশ্বাস করবেন না, ফেক নিউজ ছড়ায় বিজেপি।
• লোকসভা ভোটের সময় পুলওয়ামা গেম প্ল্যান নিয়ে বেরিয়ে পড়েছিল, আক্রমণ করলেন মমতা।
• সমীক্ষার রিপোর্ট ভয় দেখিয়ে উল্টে দিচ্ছে বিজেপি।
• ‘আমি বেঁচে থাকতে বাংলাকে বিক্রি করতে দেব না’, মমতার কড়া সুর।
• ‘ওয়াশিং পাউডার ভাজপা’, কটাক্ষের সুর মমতার মুখে।
• ‘তৃণমূলের কংগ্রেসের জন্মদিনে তোমরা ছিলে না’, দল বদলুদের নিয়ে মমতা।
• তৃণমূল কংগ্রেসের লড়াই করা এত সহজ নয়, বললেন মমতা।
• কেউ কেউ ‘ইধার-উধার’ করছে, অত চিন্তা করার কারণ নেই, বললেন মমতা।
• দরকার হলে আবার কৃষক আন্দোলনে আমরা অংশ নেবো।
• তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে, কৃষকদের পক্ষে সুর চড়ালেন মমতা।
• বিজেপি ফসল চুরি করার চেষ্টা করছে, বললেন মমতা।
• সারা ভারতের কৃষক আন্দোলনকে আমরা সমর্থন করছি।
• নন্দীগ্রামের সঙ্গে আমার আত্মার টান। রক্তস্নাত সেই দিনগুলির কথা ভুলতে পারিনি, বললেন মমতা।
• এই তেখালিতেই গুলি চলেছিল।
• তৎকালীন রাজ্যপাল আমাকে নিষেধ করেছিলেন নন্দীগ্রামে যেতে।
• চিকিৎসকদের নিষেধ না শুনে আসছিলাম নন্দীগ্রামে, কোলাঘাটের কাছে পেট্রোল বোমা দিয়ে জ্বালিয়ে দিতে চেয়েছিল।
• ‘আমার গাড়িতে ২-৩টি বুলেট এসে লেগেছিল’, বললেন মমতা।