অন্যবারের বিধানসভা ভোটের চেয়ে একেবারে অন্য রকম এ বারের বিধানসভা নির্বাচন। ২০২১ সালের বিধানসভায় মূলত দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনাই জোরাল বঙ্গে। তৃণমূল বনাম বিজেপি। একুশের বিধানসভা ভোটে জিততে তাই মহাযজ্ঞের আয়োজন করলেন তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
একুশ বিধানসভা ভোটে জিততে মহাবিজয় যজ্ঞ করছে বীরভূম জেলা তৃণমূল। বিধানসভা ভোটে জয়ে যাতে কোন বাধা না-আসে তাই তৃণমূল দল, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নামে এই যজ্ঞে পুজো দেবেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বুধবার সকাল থেকে কঙ্কালিতলায় শুরু হবে এই যজ্ঞ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১২ জন পুরোহিত পুজো করবেন। ১২৮ কুইন্টাল কাঠ, ৪০ কেজি ঘি ব্যবহৃত হবে যজ্ঞে। জেলার সব তৃণমূল নেতারা উপস্থিত থাকবেন সেই যজ্ঞে। ৪ হাজার দরিদ্রনারায়ণ সেবা করানো হবে।
এবারের বিধানসভা ভোট তৃণমূলের কাছে সব থেকে চ্যালেঞ্জের হতে চলেছে। বীরভূম তৃণমূলের শক্ত ঘাঁটি হলেও বিজেপি এবার শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। জেলা বিজেপি দাবি করেছে, তারা বীরভূমে ১১টি আসনের মধ্যে ৭-৮টি আসন জিততে চলেছে। অন্যদিকে জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের দাবি, ৯ আসন তাঁদের দখলে আছে এবার ভোটে বাকি দুটি আসনের দখল নেবে তৃণমূল।