একেবারেই আচমকাই! বছর শেষের আগেই পথ চলা থেমে গেল ময়দানের ‘ঘোড়া’র। অকালে চলে গেলেন বঙ্গ ক্রিকেটার ও ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক শুভজিৎ ব্যানার্জী। বয়স হয়েছিল মাত্র ৪০ বছর। শুভজিৎকে ক্রিকেট ময়দানে ‘ঘোড়া’ নামেই সবাই ডাকত। ঘুমের মধ্যেই সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ২০১৪ সালে লক্ষ্মীরতন শুক্লার নেতৃত্বে বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে তাঁর অভিষেক হয়। বাংলার হয়ে তিনটি রঞ্জি ম্যাচ এবং চারটি লিস্ট এ ম্যাচ খেলেছেন। ইস্টবেঙ্গলের হয়ে ক্লাবদলে নেতৃত্বও দেন তিনি। আচমকা প্রয়াণের খবরে শোকস্তব্ধ ময়দান।