একের পর এক সমস্যা যেন পিছুই ছাড়তে চাইছে না শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার। কিছু দিন আগেই বিলাসবহুল আবাসন মিলিয়ে প্রায় কোটি কোটি সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। এ বার ফের পর্নোগ্রাফি মামলায় বিপাকে পড়লেন শিল্পপতি রাজ। ২৯ নভেম্বর রাজ-শিল্পার বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সত্যিই কি তাই? এই প্রসঙ্গে কী জানালেন শিল্পা শেট্টির আইনজীবী? জানা গিয়েছে এই পুরো বিষয়টিই নাকি অস্বীকার করেছেন তিনি। একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়, ‘সকাল থেকে খবর পাচ্ছি যে আমার মক্কেলের বাড়িতে নাকি ইডি হানা দিয়েছে। এই তথ্য একেবারে ভিত্তিহীন। যত দূর আমি জানি, এই ঘটনার তদন্ত চলছে এবং তাতেই রাজ কুন্দ্রা সব দিক থেকে সাহায্য করছেন।’