Tuesday, May 30, 2023
HomeUncategorized"এক্কেবারে পাক্কা হারামি..." মীরের ঠেকে অকপট অপরাজিতা!

“এক্কেবারে পাক্কা হারামি…” মীরের ঠেকে অকপট অপরাজিতা!

 

বাঙালি প্রতিদিন সকালে যার কন্ঠের স্বরসনে ঘুম ভাঙতো সেই মীর আবসার আলী এখন রেডিও ছেড়েছেন। যদিও সেটা প্রায় অনেক দিনই হয়েছে। প্রথম যখন এই খবর প্রকাশ্যে এসেছিল তখন ভক্তদের মাথায় একটাই কথা এসেছিল sunday suspense। তাদের মনে হয়েছিল সত্যিই কি তবে আর মীরের গলায় সানডে সাসপেন্স এর বিভিন্ন গল্প শোনা হবে না।এবারে এল এক নতুন চমক।

 

তাকে নাকি শোনা যাবে গপ্পো মিলে ঠেকে গেলেই। এ যেন এক চরম পাওনা মীর ভক্তদের কাছে। সকলেই উৎসুক হয়ে আছেন একের পর এক এপিসোড শোনার জন্য। তাই প্রতি সপ্তাতেই শুরু হল রোমহর্ষক গল্প। নানান ধরনের গল্প মীর সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন। ঠিক তেমনি এক গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর রামের সুমতি। সেই গল্পেই এক বিশেষ চরিত্রে গলা দিয়েছেন অপরাজিতা আঢঅ্যা। তার হাসির জন্য এবং তার অভিনয়ের জন্য তিনি বিখ্যাত।

 

গল্প শুরুর আগে র‍্যাপিড ফায়ার রাউন্ডে মীরের একের পর এক প্রশ্নের জবাব দেয় অপরাজিতা। মিরাকের পর এক প্রশ্ন করছে তার মধ্যেই একটা প্রশ্ন এলো,” অপরাজিতা কি তবে সুবোধ বালিকা না অন্য কিছু?” উত্তরে অপরাজিতা বলে,”পাক্কা হারামি”। প্রশ্নের পর্ব শেষ করে তারা তাদের রেকর্ডিং শুরু করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments