More
    Homeঅনান্যএক্সট্রা গ্লোয়িং ত্বক পেতে গাজরের ফেসমাস্ক ও ফেসপ্যাক

    এক্সট্রা গ্লোয়িং ত্বক পেতে গাজরের ফেসমাস্ক ও ফেসপ্যাক

    এক্সট্রা গ্লোয়িং ত্বকের জন্য গাজরের ফেসমাস্ক ও ফেসপ্যাক রেসিপি:

     

    (১) গাজর, লেবু, মধু ও অলিভ অয়েল ফেসমাস্ক

     

    যা যা লাগবে

    -২ টা ভালোভাবে ছিলে সিদ্ধ করে চটকানো গাজর।

    -১ চা চামচ ফ্রেস লেবুর জুস।

    -২ টেবিল চামচ মধু।

    -১ টেবিল চামচ অলিভ অয়েল(যদি আপনার স্কিন অয়েলি হয় তাহলে অলিভ অয়েল দেওয়া থেকে বিরত থাকুন)

     

    সব উপাদান একসাথে সুন্দর মসৃণ পেস্ট বানিয়ে আপনার পরিষ্কার করে ধোয়া মুখের ত্বকে অ্যাপ্লাই করুন। ৩০ মিনিট এভাবে রেখে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে কমপক্ষে ২ বার এই ফেসমাস্ক ইউজ করেই দেখুন আপনার ত্বক উজ্জ্বল হতে শুরু করবে।

     

    (২) গাজর, পেঁপে ও দুধের ফেসপ্যাক

     

    যা যা লাগবে

     

    -২ টেবিল চামচ গাজর পেস্ট।

    -২ টেবিল চামচ পেঁপে পেস্ট।

    -১ টেবিল চামচ দুধ।

     

    এই ৩ উপাদান এক সাথে মিশিয়ে আপনার ত্বকে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর কুসুম কুসুম গরম পানিতে আপনার মুখ ধুয়ে ফেলুন। এই প্যাক ইউজ করার কয়েক সপ্তাহ এর মধ্যে আপনি আপনার ত্বকের গ্লোর তারতম্য নিজেই লক্ষ্য করবেন।

     

    (৩) গাজর ও মধুর ফেসপ্যাক

    যা যা লাগবে

    -১ টেবিল চামচ গাজরের জুস।

    -১ টেবিল চামচ মধু।

     

    গাজরের জুস ও মধু বাটিতে ভালোভাবে নেড়ে একটি কটন বলের সাহায্যে আপনার মুখে লাগান। ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ডাল ও ড্রাই স্কিনের জন্য ভালো। এই প্যাক আপনার ত্বক মশ্চারাইজ করার সাথে সাথেই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে।

     

    (৪) গাজর, দারুচিনি ও মধু ফেসপ্যাক

     

    যা যা লাগবে

    -গাজরের জুস ১ টেবিল চামচ।

    -২ টেবিল চামচ মধু।

    -২ চিমটি দারুচিনি পাউডার।

     

    সব উপাদান ভালোভাবে মিক্সড করে আপনার পরিষ্কার ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। যাদের ত্বকে একনি ও পিম্পল রয়েছে তাদের ত্বকের জন্য এটি আদর্শ, কারণ এই প্যাক ত্বকের গ্লো বাড়ানোর সাথে পিম্পলও কমাবে।

     

    (৫) গাজর, দই, বেসন ও হলুদের ফেসমাস্ক

     

    যা যা লাগবে

     

    -১ টা গাজর পেস্ট।

    -২ টেবিল চামচ দই।

    -১ টেবিল চামচ বেসন।

    -৩ চিমটি হলুদের গুঁড়া।

     

    এই সব মিশ্রণ একসাথে মিশালে একটা ঘন পেস্ট আকার ধারণ করবে। এবার পেস্ট আপনার ত্বকে ভালোভাবে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এই মাস্কটি ত্বকে অনেকটা এক্সফলিয়েটর কাজ করবে। এটি ত্বকের আনইভেন টোন সারাবে, ত্বক স্মুথ করবে ও মরা কোষ তুলতে সাহায্য করবে। এই মাস্ক যদি আপনি নিয়ম করে টানা এক মাস ইউজ করেন আপনার এক্সট্রা গ্লোয়িং হওয়ার সাথে ত্বকের কমনীয়তা কয়েক গুণ বেড়ে যাবে।

     

    গাজরের প্যাক ও মাস্কের উপকারিতা

     

    * গাজরের অ্যান্টি-অক্সিডেন্ট অ্যান্টি-এজিং হিসেবে কাজ করবে।

    * গাজর ত্বকের মশ্চারাইজার ধরে রাখবে।

    * গাজর ত্বকের কোষ পুনর্নবীকরণ প্রক্রিয়ার গতি বাড়াতে সাহায্য করে।

    * গাজরের ভিটামিন এ ও বিটা ক্যারোটিন ত্বককে উজ্জ্বল করে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments