সম্প্রতি প্রকাশিত ২০২৪ সালের হুরুন ধনী তালিকায় বলিউডের সবচেয়ে ধনী অভিনেত্রী হিসেবে জুহি চাওলার নাম উঠে এসেছে। তিনি ঐশ্বর্য রাই বচ্চন সহ অন্যান্য তারকা অভিনেত্রীদের পিছনে ফেলে ৪,৬০০ কোটি টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন। এখনকার বহু নামী অভিনেত্রীই সেই মাপকাঠি ছুঁতে পারেননি। এই তথ্য অনেককে অবাক করেছে, কারণ জুহি চাওলা বহু বছর ধরে বলিউডে সক্রিয় নন। তার শেষ বড় হিট ছবি ২০০৯ সালে মুক্তি পায়। কিন্তু সিনেমার পর্দা থেকে দূরে থাকলেও, বিনিয়োগ ও ব্যবসার মাধ্যমে তিনি বিশাল সম্পদের মালিক হয়েছেন।
জুহি চাওলা শুধুমাত্র একজন অভিনেত্রী নন, তিনি একজন সফল ব্যবসায়ীও। তিনি বিভিন্ন সংস্থায় বিশাল বিনিয়োগ করেছেন এবং তার নিজস্ব প্রযোজনা সংস্থা পরিচালনা করেন। কিন্তু তার সম্পদের বড় উৎস হল আইপিএল ক্রিকেট দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর), যার তিনি সহ-মালকিন। ২০০৭ সালে, শাহরুখ খান ও স্বামী জয় মেহতার সাথে তিনি কলকাতা নাইট রাইডার্স কিনেছিলেন মাত্র ৬২৩ কোটি টাকায়। বর্তমানে এই দলে বিনিয়োগের মূল্য ১.১ বিলিয়ন ডলার (প্রায় ৯,১৩৯ কোটি টাকা), যা তার সম্পত্তিতে বড় অংশ যোগ করেছে।
জুহি চাওলা শুধুমাত্র আইপিএল দলেই বিনিয়োগ করেননি, তিনি রিয়েল এস্টেট, রেস্তোঁরা, বিলাসবহুল সম্পত্তি ও বিনোদন জগতে বড় বিনিয়োগ করেছেন।
* মালাবার হিলে বিলাসবহুল বাড়ি
*পোরবন্দরে ঐতিহ্যবাহী বাংলো
* মুম্বইতে বিলাসবহুল হোটেল ও রেস্তোঁরা
* এছাড়া, শাহরুখ খানের রেড চিলিজ গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা
সৌরাষ্ট্র সিমেন্ট লিমিটেডের বড় অংশীদার
* জনপ্রিয় ব্র্যান্ড ম্যাগি, পেপসি, কুরকুরে, কেলোগস, ইমামি প্রভৃতির বিজ্ঞাপন।