টলিপাড়া মানেই দোলে উন্মাদনা। এবারও তার ব্যতিক্রম হলো না। , আবিরে এই বিশেষ দিনটিতে প্রিয়জনদের সঙ্গে রেঙে উঠলেন টলিউড তারকারাও। টলিউডের অন্দরে কান পাতলে শোনা যায় তেঁতুলপাতার নায়িকা ঋতব্রতার সঙ্গে প্রেম করছেন গৌরব। কিন্তু সেই চর্চা যে নিছকই গুঞ্জন এবং গুজব সেটাই যেন দোলের দিন প্রমাণ করে দিলেন অভিনেতা। স্ত্রী দেবলীনা কুমারের সঙ্গে রঙের খেলায় মেতে উঠলেন। ধুতি পঞ্জাবি পরে একেবারে সাবেকি সাজে স্ত্রী দেবলীনা সহ শ্বশুর শাশুড়ির সঙ্গে আবির খেলেন অভিনেতা। এদিনের বেশ কিছু মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘দোল।’
অন্যদিকে সৌমিতৃষা কুন্ডুকে দেখা যায় তাঁর গোপালের সঙ্গে দোল খেলতে। গোপালের পায়ে আবির দিয়ে, তাঁকে রঙে রঙে রাঙিয়ে তোলেন পর্দার মিঠাই। শুধুই কি তাই? তিনি এদিন রীতিমত হোমযজ্ঞ করেন দোল পূর্ণিমা উপলক্ষে। রঙের দিনের নানা মুহূর্তের ছবি, ভিডিয়ো পোস্ট করে এদিন সৌমিতৃষা লেখেন, ‘আজ নন্দলাল পে গুলাল বরসাত হ্যায়।’ দোল পূর্ণিমায় রাধা কৃষ্ণকে নিজের হাতে সাজিয়ে তাঁদের পায়ে আবির দিয়েই এদিনটি শুরু করেন অপরাজিতা আঢ্য। আবিরের থালা হাতে নিয়েই গাইতে থাকেন কৃষ্ণ ভোজন। সকলকে শুভেচ্ছা জানান দোল পূর্ণিমার। বলেন, ‘শুভ দোলোৎসব। রঙের উৎসব, রঙের আনন্দে মেতে উঠুন। সবার জীবন রঙিন হয়ে উঠুক। প্রত্যেকে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। রঙের উৎসবে মেতে উঠুন।’