Wednesday, June 7, 2023
HomeUncategorizedএক পুত্র সন্তানের মা হলেন গওহর খান! স্বামী জায়েদ এবং তার সংসারে...

এক পুত্র সন্তানের মা হলেন গওহর খান! স্বামী জায়েদ এবং তার সংসারে সুখের হাওয়া  

 

 

বলিউডের অভিনেত্রী গওহর খান তার বিয়ের দু’বছর পরে মা হলেন। বৃহস্পতিবার দিন মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে এই অভিনেত্রী এক পুত্র সন্তানের জন্ম দেন। সোশ্যাল মিডিয়ার অভিনেত্রী নিজেই সেই ছবি পোস্ট করে সুখবর দেন তার অনুরাগীদের।

 

অভিনেত্রী তার ইনস্টাগ্রামে লিখেছেন,” খুশি কাকে বলে তা সত্যিই বুঝতে পারলাম। আমার সদ্য জন্মানো ছেলে আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছে। আপনারা তাকে আশীর্বাদ ও ভালোবাসা দেবেন।” বলিউডের প্রখ্যাত সংগীত পরিচালক ইসমাইল দরবারের ছেলে জায়েদ। তিনি পেশায় করিওগ্রাফার এবং সোশ্যাল মিডিয়া স্টার। তাদের আলাপ হয় ২০২০ সালের জুলাই মাসে। সেখান থেকেই বন্ধুত্ব তারপর প্রেম এবং বিয়ের প্রস্তাব দেন জায়েদ গওহরকে।

 

জায়েদ গওহরের থেকে ১২ বছরের ছোট। যদিও অভিনেত্রী পড়ে একথা অস্বীকার করেন তিনি জানান তার থেকে বয়সে ছোট হলেও খুব বেশি পার্থক্য নেই তাদের বয়সের। তাদের নিকা হয় ২০২০ সালের ২৫শে ডিসেম্বর। এবারের সন্তান সুখ লাভ করলে দুজনেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments