এক ফাইনাল, কোহলির সামনে একাধিক মাইলফলকের হাতছানি
*কোহলির ১৭ ম্যাচে ১৬ ইনিংসে ৭৪৬ রান। আর ৪৬ রান করলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রানের মালিক ক্রিস গেইলকে (৭৯১ রান ) টপকে যাবেন তিনি।
*ফাইনালে অন্তত ৫৫ রান করতে পারলে কুমার সাঙ্গাকারাকে (১৪২৩৪ রান) পেছনে ফেলে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তখন দুইয়ে উঠে আসবেন কোহলি (১৪১৮০ রান)।
*কিউয়ি ব্যাটার রাচিন রবীন্দ্র ( ২২৬ রান) ও বিরাট কোহলির (২২৭ রান) মধ্যে ফাইনালে এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার টক্কর চলবে ফাইনালে। শীর্ষে থাকা ইংল্যান্ডের বেন ডাকেটের সঙ্গে মাত্র ১০ রানে এখনও পিছিয়ে কোহলি।