More
    Homeকলকাতাএক বছরের মধ্যে হাওড়া ময়দান থেকে শুরু হতে চলেছে মেট্রো রেল পরিষেবা।

    এক বছরের মধ্যে হাওড়া ময়দান থেকে শুরু হতে চলেছে মেট্রো রেল পরিষেবা।

    Today Kolkata:- যানজটের শহর হাওড়া। মেট্রো চালু হলে নিত্যযাত্রীর সংখ্যা আরও বাড়বে। গাড়ির সংখ্যাও বাড়বে। এক বছরের মধ্যে হাওড়া ময়দান থেকে শুরু হতে চলেছে মেট্রো রেল পরিষেবা। যানজটের শহর হাওড়া। মেট্রো চালু হলে নিত্যযাত্রীর সংখ্যা আরও বাড়বে। গাড়ির সংখ্যাও বাড়বে। আজ এই বিষয়ে হাওড়া কর্পোরেশনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে হাওড়া কর্পোরেশনের কমিশনার, হাওড়া জেলা শাসক পুলিশ প্রশাসন, ডিসিপি ট্রাফিক এবং মেট্রো রেলের আধিকারিকরা উপস্থিত ছিলেন।সভার প্রথম দফায় হাওড়া শরৎ সদনের দুই পাশে পার্কিংয়ের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে মেট্রো চালু হওয়ার পর আগত মানুষদের কোনো সমস্যায় পড়তে না হয় l

    এক বছরের মধ্যে হাওড়া ময়দান থেকে শুরু হতে চলেছে মেট্রো রেল পরিষেবা।

    MORE NEWS – আজ ডেবরা বিধানসভার অন্তর্গত বালিচক ,ডেবরা ও ঘাটাল সাংগঠনিক জেলার দলীয় কার্যালয়ে সাড়ম্বরে পালিত হলো ভারতীয় জনতা পার্টির 42 তম প্রতিষ্ঠা দিবস।

    Today Kolkata:- আজ ডেবরা বিধানসভার অন্তর্গত বালিচক, ডেবরা ও ঘাটাল সাংগঠনিক জেলার দলীয় কার্যালয়ে সাড়ম্বরে পালিত হলো ভারতীয় জনতা পার্টির 42 তম প্রতিষ্ঠা দিবস। 1980 সালে স্বর্গীয় অটাল বিহারী বাজপেয়ী জির হাত ধরে শ্রী লালকৃষ্ণ আদবানি জির আন্তরিক প্রচেষ্টায় এই দলের পথ চলা শুরু হয় মাত্র চার দশকের কিছু বেশি সময়ের মধ্যেই #Nationfirst নীতিতে ভর করে দলীয় কার্যকর্তা দের শৃঙ্খলা ও নিষ্ঠা আন্তরিকতায় আজ বিশ্বের দরবারে সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে। দল আগামী দিনে এই মহান নেতৃত্বের স্বপ্নপূরণ করতে ও ভারতবর্ষ কে বিশ্বের দরবারে বিশ্ব গুরু রূপে প্রতিষ্ঠা করতে আমাদের জসস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জী ও অন্যান্য সম্মানীয় নেতৃত্ব বর্গের নেতৃত্বে আমরা বদ্ধ পরিকর। CONTINUE READING

    MORE NEWS – ফের অসুস্থ বোধ করে হাসপাতালে ভর্তি হলেন বীরভূমের কেষ্ট দা।

    Today Kolkata:- আসিতেও আসিলেন না। আজ কলকাতায় গরু পাচার কান্ডে নিজামে হাজিড়া দেওয়ার কথা ছিল অনুব্রত মন্ডলের। তাকে জেড়া করার জন্য সকালে নিজামে চলে এসেছিলেন সিবিআইর জয়েন্ট ডিরেক্টার পঙ্কজ শ্রীবাস্তব। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির আসার অপেক্ষায় বসেছিলেন সাংবাদিকরাও। তারপরেই হঠাৎ শোনাযায় কেষ্ট দা অসুস্থ। তিনি চিকিৎসার জন্য পিজি হাসপাতালে। যদিও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে আগেও কয়েকবার অনুব্রত মন্ডল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments