Monday, May 29, 2023
HomeUncategorizedএক মাসের মধ্যেই টিআরপি তালিকায় 'মিঠাইয়ের' জায়গা দখল দিল 'রামপ্রসাদ'— আশঙ্কায় অনুরাগীরা!

এক মাসের মধ্যেই টিআরপি তালিকায় ‘মিঠাইয়ের’ জায়গা দখল দিল ‘রামপ্রসাদ’— আশঙ্কায় অনুরাগীরা!

এর মধ্যে অনেকবারই রোটে গিয়েছে মিঠাই বন্ধ হওয়ার গুঞ্জন। এরই মধ্যে টিআরপির তালিকায় দিনের পর দিন রাজত্ব করার পর একি হাল হলো মিঠাইয়ের?

কিছুদিন আগেই ঘরছাড়া হতে হয়েছে অর্থাৎ মনোহরা ছাড়তে হয়েছে মিটাই টিমকে। পুরনো সেট ভেঙে তৈরি হচ্ছে নতুন ধারাবাহিকের সেট। এমনকি পরিচালক রাজেন্দ্র প্রসাপ্রসাদকেও হারিয়েছে মিঠাই।

প্রকাশিত হয় নতুন টিআরপি তালিকা। আর সেই তালিকা অনুযায়ী এক মাসের কম সময়ের মধ্যে টিআরপিতে তিন বছরের পুরনো ধারাবাহিক মিঠাইকে ছুঁয়ে ফেলল রামপ্রসাদ। স্লটের বিচারে এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর হলো ৩.৭।

আগামী দিনের স্টার জলসায় রামপ্রসাদ হাপিয়ে যাবে মিঠাই কে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। হয়তো শেষ মুহূর্তে দাঁড়িয়ে এবার টিয়ারপির তালিকার স্থানটিও হারিয়ে ফেলবে মিঠাই।

সদ্য প্রকাশিত টিআরপির তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছে স্টার জলসার অনুরাগের ছোঁয়া। বেশ কয়েক সপ্তাহ ধরে জগদ্ধাত্রী কাছে হার মানছিল এই ধারাবাহিক। কিন্তু গল্পের ছন্দ ভিড়তেই শীর্ষস্থান দখল করল সূর্য-দীপা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments