More
    Homeপশ্চিমবঙ্গএখনই শিক্ষকদের বাড়তি বেতন ফেরত চাইতে পারবে না শিক্ষা দফতর, স্থগিতাদেশ জারি...

    এখনই শিক্ষকদের বাড়তি বেতন ফেরত চাইতে পারবে না শিক্ষা দফতর, স্থগিতাদেশ জারি হাইকোর্টের

    এখনই শিক্ষকদের বাড়তি বেতন ফেরত চাইতে পারবে না শিক্ষা দফতর। এই সংক্রান্ত নির্দেশিকার উফর স্থগিতাদেশ জারি করল হাই কোর্ট। বর্ধিত বেত ফেরত চেয়ে স্কুল শিক্ষকদের উদ্দেশে নির্দেশ পাঠিয়েছিল শিক্ষা দফতর। সেই নির্দেশে হতভম্ব হয়েছিলেন ২০০৪, ২০০৫, ২০০৬ সালে নিয়োগ পাওয়া শিক্ষকরা। এর প্রেক্ষিতে মামলাও হয় কলকাতা হাই কোর্টে। সেই মামলার প্রেক্ষিতেই শুক্রবার উচ্চ আদালত জানিয়ে দেয় যে আপাতত বর্ধিত বেতন ফেরত চাওয়া যাবে না।

    এখনই শিক্ষকদের বাড়তি বেতন ফেরত চাইতে পারবে না শিক্ষা দফতর, স্থগিতাদেশ জারি হাইকোর্টের

    Read More-গার্ডেনরিচে ভয়াবহ আগুন! পুড়ে ছাই FCI-এর গুদাম

    সময়ের সাথে বেতন বেড়েছে স্কুল শিক্ষকদের। মূল্যবৃদ্ধির অনুপাতে এই বেতন বেড়েছে তাঁদের। শিক্ষা দফতরের নির্দেশিকায় বলা হয়েছিল, বিগত ১৫ বছর ধরে পেয়ে আসা বর্ধিত অর্থ বা ইনক্রিমেন্ট এখন স্কুল শিক্ষা দফতরকে ফিরিয়ে দিতে হবে। কারণ চুক্তি অনুযায়ী চাকরিতে যোগ দেওয়ার পাঁচ বছরের মধ্যে প্রশিক্ষণ ডিগ্রি নিতে হত শিক্ষকদের। তবে বিভিন্ন আইনি জটিলতায় সেই প্রশিক্ষণ নেওয়া সম্ভব হয়নি শিক্ষকদের পক্ষে। এই কারণে এখন বর্ধিত বেতনের টাকা ফেরত চাইছে শিক্ষা দফতর।

    Read More-গঙ্গার ঘাটে প্রবেশ করতে হলে দিতে হবে বিশেষ পরীক্ষা, হরিদ্বারে এবার কড়া পদক্ষেপ

    এদিকে শিক্ষা দফতরের নির্দেশের পরই প্রশ্ন ওঠে এভাবে টাকা ফেরত চাইতে পারে কি না শিক্ষা দফতর। তাছাড়া বিগত ১৫ বছরের বর্ধিত বেতন হিসেব করে ফেরত দেওয়া প্রায় অসম্ভব। এই আবহে আদালতের দ্বারস্থ হন শিক্ষকরা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলার শুনানি হয় শুক্রবার। দুই পক্ষের সওয়াল-জবাবের পর শিক্ষা দতরের নির্দেশিকার উপর অন্তর্বতী স্থগিতাদেশ দেন বিচারপতি।

    Right now, the education department will not be able to ask for a refund of teachers' extra salaries. The High Court issued an injunction in this regard. The education department had sent instructions to the school teachers asking for the return of the extended cane. The teachers recruited in 2004, 2005 and 2006 were shocked by that instruction. In this context, a case was also filed in the Calcutta High Court. In the wake of that case, the high court on Friday ruled that the increased salary could not be refunded for the time being.
    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments