Wednesday, June 7, 2023
HomeUncategorizedএখন সব থেকে কম টিআরপি বাংলা সিরিয়ালে, মিঠাইয়ের হাল, বেহাল ফের একবার...

এখন সব থেকে কম টিআরপি বাংলা সিরিয়ালে, মিঠাইয়ের হাল, বেহাল ফের একবার চমক প্রথম স্থানে

সপ্তাহের এই তিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন অভিনেতা-অভিনেত্রী এবং দর্শকরা। এই দিন কে আসে টিআরপির ফল। সারা সপ্তাহের পর কোন সিরিয়াল কাকে টেক্কা দিয়ে গেল কে পিছিয়ে গেল তালিকা থেকে সমস্ত টাই পরিষ্কার হয়ে যায়।

সূর্য ও দীপ আর মিলন হতে ছক্কা হাঁকিয়েছে অনুরাগের ছোঁয়া। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.৫। মাত্র কয়েক নম্বরে পিছিয়ে রয়েছে জাস্ট সান্যাল একের পর এক রহস্য উন্মোচন করে ৭.০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছিল। তিন এবং চার নম্বর হয়েছে গৌরী এলো এবং নিম ফুলের মধু।এই দুই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৮ এবং ৬.৪। পঞ্চম স্থানে যেয়ে করে নিয়েছে রাঙা বউ এবং বাংলা মিডিয়াম। রামপ্রসাদের ঝুলিতে নম্বর এসেছে ৩.২।

আর সব থেকে কম নম্বর এসেছে মিঠাই ধারাবাহিকের। একসময় জি বাংলা অত্যন্ত জনপ্রিয় মেগা সিরিয়াল ছিল এই ধারাবাহিক। এই ধারাবাহিক এখন টিআরপি এর তালিকাতে সবচেয়ে কম নম্বরে এসে দাঁড়িয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments