More
    Homeরাজনৈতিক“এখানকার সাংসদ সর্বভূক, মদের বোতল থেকে চাকরি খায় ” – ডায়মন্ড হারবারে...

    “এখানকার সাংসদ সর্বভূক, মদের বোতল থেকে চাকরি খায় ” – ডায়মন্ড হারবারে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর।

    Today Kolkata:- সংক্ষিপ্ত ভাষণের কথা বললেও ডায়মন্ড হারবারের সভায় তির্যক ভাষায় কটাক্ষে ভরিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  বললেন, ”এখানকার সাংসদ সর্বভূক। কয়লা, বালি, মদের বোতল, স্কুল ইউনিফর্মের টাকা, চাকরি – সব খান। কেউ খেয়ে পালাতে পারবে না। মোদিজি বলেছেন, না খাউঙ্গা, না খানে দুঙ্গা।”

    শুভেন্দুর কথায়, ”ভাইপোর বাহিনী ভেবেছিল, এভাবে রাস্তা আটকাবে। আমি সভা করতে পারব না। সভাটা বানচাল করার পরিকল্পনা ছিল। কিন্তু ভাইপো, সভাটা হল তো ?  লোক কমিয়ে দিয়েছো, কিন্তু সভাটা তো হলই। আমি স্টার্টিংয়ে নয়, ফিনিশিংয়ে বিশ্বাসী। এবার ফিনিশিংয়ের দায়িত্বটা নিলাম। মমতাকে ওখানে হারিয়েছি, এবার তাড়াব।”

    “এখানকার সাংসদ সর্বভূক , মদের বোতল থেকে চাকরি খায় ” – ডায়মন্ড হারবারে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

    শুভেন্দু সভাস্থলে 'তাণ্ডব', অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে

    বিজেপির অভিযোগ, শুভেন্দুর সভা বানচাল করতে তৃণমূল কর্মীরা এমন অশান্তি বাঁধিয়েছে। এমন পরিস্থিতিতে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়েই লাইটহাউসের মাঠে সভা করতে গিয়েছিলেন বিরোধী দলনেতা। সঙ্গে ছিলেন বিধায়ক অসীম সরকার, অগ্নিমিত্রা পল, বিজেপি নেতা রুদ্রনীল ঘোষরা। মঞ্চে বক্তব্য রাখতে উঠে প্রথমেই তিনি জানান, অশান্তি নিয়ে সোমবার আদালতের দ্বারস্থ হবেন। সেই মামলায় রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর নামও তিনি জানান।

    “এখানকার সাংসদ সর্বভূক, মদের বোতল থেকে চাকরি খায় ” – ডায়মন্ড হারবারে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর।

    ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরালের হুমকি, হবু কনের পরিবারকে হুমকি চিঠি দিয়ে টাকা আদায়ের চেষ্টা, গ্রেপ্তার অভিযুক্ত।

    “তৃণমূলের লোগো প্রত্যাহার করতে বললে রসগোল্লা খাওয়াব না” – নাম না করে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে হুঁশিয়ারি কুণালের।

    Karnataka State Police চাকরির বয়স বাড়ানোর দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ , চাকরি প্রার্থীকে ‘চড়’ মারলেন পুলিশকর্মী।

    TET Passed Candidate রাস্তায় কাটালেন রাত, চাকরির দাবিতে পর্ষদের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ জারি টেট-উত্তীর্ণদের।

    দুর্দশার মধ্যে মারিশদার মানুষ , প্রধান-উপপ্রধান ও অঞ্চল সভাপতিকে ইস্তফার নির্দেশ অভিষেকের

    MORE NEWS – “ন্যূনতম মূল্যবোধ থাকলে ইস্তফা দিন” – শিশির-দিব্যেন্দুকে চ্যালেঞ্জ অভিষেকের।

    ন্যূনতম মূল্যবোধ থাকলে ইস্তফা দিন। কাঁথি, তমলুকে উপনির্বাচন হোক। ক্ষমতা থাকলে বিজেপির টিকিটে জিতে আসুন। শান্তিকুঞ্জ থেকে ঢিলছোঁড়া দূরত্বে দাঁড়িয়ে অধিকারী পরিবারের দুই সাংসদকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সাফ কথা, তৃণমূলের টিকিটে জিতে এসে বিজেপির সঙ্গে ‘কানামাছি খেলা’ বরদাস্ত করা হবে না। সভামঞ্চে দাঁড়িয়ে অভিষেক বললেন, “আপনাদের যদি ন্যূনতম মূল্যবোধ থাকত, তাহলে বিজেপির মঞ্চে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ইস্তফাপত্র তুলে দিয়ে আসতেন। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments