Tuesday, May 30, 2023
HomeUncategorized'এটাই হচ্ছে বাস্তব', প্রতিকূলতার চাপে ক্যামেরার সামনে মুখ খুললেন অভিনেতা অঙ্কুশ!

‘এটাই হচ্ছে বাস্তব’, প্রতিকূলতার চাপে ক্যামেরার সামনে মুখ খুললেন অভিনেতা অঙ্কুশ!

হিমশীতল তাপমাত্রা, তারই মাঝে একটি শিফন শাড়ি গায়ে দাড়িয়ে কাজল। পিছন থেকে তাকে জড়িয়ে রেখেছেন শাহরুখ, উভয়েই দাড়িয়ে একটি ধ্বংসপ্রাপ্ত বিমানের উপর। এই দৃশ্যটি ‘দিলওয়ালে’ ছবির ‘গেরুয়া’ গানের। সম্প্রতি একই অবস্থান এবং ভঙ্গিতে ওই আইকনিক মুহুর্তের অবিকল করছিলেন অঙ্কুশ! তবে কিছুক্ষনের মধ্যেই বিপাকে পড়তে হয় তাকে।

অঙ্কুশ, তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি চরম ঠান্ডা আবহাওয়ায় ‘দিলওয়ালে’ সিনেমার প্লেনের ধ্বংসস্তূপটির উপরে দাঁড়িয়ে রয়েছেন। তবে একমুহূর্ত যেতে না যেতেই অভিনেতা শিহরিত হয়ে ‘ব্যাস…কাট!…কাট!’ বলে কাঁপতে কাঁপতে নিচে নেমে আসেন। ক্যামেরার পিছনে ছিলেন তার বান্ধবী ঐন্দ্রিলা।

সম্প্রতি টলিপাড়ার বহুল আলোচিত দম্পতি, গ্রিস এবং সেখান থেকে আইসল্যান্ড ভ্রমণে যান। ‘গেরুয়া’ -র শুটিং স্পটের এত কাছে গিয়ে নিজেদের আর ধরে রাখতে পারেনি তারা। পৌঁছে যান শুটিংয়ের লোকেশনে সেখান থেকেই তারা শেয়ার করেছেন বেশ কিছু ফটো ও ভিডিও। এই ভিডিওটির যদিও সময় বিশেষে অভিনেতা অভিনেত্রীদের শুটিং স্ট্রাগলের কিছু দৃশ্যকে জনসমক্ষে তুলে ধরার জন্যই পোস্ট করেন অঙ্কুশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments