‘এতো চুপ করে থাকা যায় নাকি? শিল্পীদের কাজে বাধা কেন?’ একদিকে আইনি ফাঁপরে পরীমণি। আর এর মাঝেই সমাজমাধ্যমে ক্ষোভ উগড়ে দিলেন অভিনেত্রী। নেপথ্যে কারণ? গত শনিবার, ২৫ জানুয়ারী, বিকেল সাড়ে ৩টে নাগাদ জেলার কালিহাতী উপজেলার এলেঙ্গার টিন মার্কেটে পরীমনির শোরুম উদ্বোধনের কথা ছিল। তা বাতিল হওয়াতেই ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশি অভিনেত্রী। যদিও এর নেপথ্যে রয়েছে হেফাজতে ইসলামসহ একাধিক মুসলিম সংগঠন। চাপের মুখে পড়ে ‘হারল্যান স্টোর’ নামে এলেঙ্গার টিন মার্কেটের ওই শোরুমের মালিক মীর মাসুদ রানা উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হন। তাতেই ক্ষুব্ধ হয়েছেন অভিনেত্রী। সেই সঙ্গে সাম্প্রতিক আরও কয়েকটি ঘটনা উল্লেখ করে পরী ফেসবুকে লিখেছেন, ‘এত চুপ করে থাকা যায় নাকি! পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এত বাধা কেন আসবে!? অনিরাপদ অনুভব করছি! এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা! মেহজাবীন, পড়শী এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন! ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা! কি বলার আছে আর…। এ দেশে সিনেমা/ বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক তাহলে! তাহলে কি আমরা ধরে নেব, আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন! নাকি এখন হচ্ছি? কোনটা? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে।’