Wednesday, October 4, 2023
Homeখবরএনসিবির কাছে ২১ ডিসেম্বর পর্যন্ত সময় চাইলেন অভিনেতা অর্জুন রামপাল

এনসিবির কাছে ২১ ডিসেম্বর পর্যন্ত সময় চাইলেন অভিনেতা অর্জুন রামপাল

বুধবার এনসিবির সামনে হাজিরা দিলেন না অর্জুন রামপাল। মাদককাণ্ডে আজ, দ্বিতীয়বার কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থার প্রশ্নের মুখে পড়বার কথা ছিল অভিনেতার। মঙ্গলবার এনসিবির তরফে অর্জুনকে সমন পাঠানোর খবর নিশ্চিত করা হয়, তবে আজ সকালে অর্জুন এনসিবির কাছে হাজিরার জন্য বাড়তি কয়েকদিনের সময় চেয়ে নেন। অভিনেতা ২১ ডিসেম্বর পর্যন্ত এনসিবির কাছে সময় চেয়েছেন।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আজ মাদককাণ্ডে অর্জুন রামপালের হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি এনসিবির কাছে ২১ ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে নিয়েছেন’।

বলিউডের মাদককাণ্ডে গত ১৩ নভেম্বর সাত ঘন্টা ধরে অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করে এনসিবির আধিকারিকরা। তার আগেই রামপালের বাড়িতে হানা দিয়ে এনসিবির আধিকারিকরা ১১টি বৈদ্যুতিন গ্যাজেট বাজেয়াপ্ত করা হয়েছে, বেশ কয়েকটি নিষিদ্ধ ওষুধও বাজেয়াপ্ত করে। মাদককাণ্ডে গত কয়েকমাস ধরেই এনসিবির কড়া নজরদারিতে রয়েছেন এই বলিউড অভিনেতা ও তাঁর পরিবার। অক্টোবর মাসে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে প্রথম গ্রেফতার হয় গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের ভাই অ্যাগিসিলাওস। মাদকাকণ্ডে দু-বার জেরা করা হয়েছে  রামপালের প্রেমিকা তথা সন্তানের মা গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়াডিসকে।  মাদককাণ্ডে এনসিবির হাতে এসেছে নতুন তথ্য-প্রমাণ, তার ভিত্তিতে অর্জুন রামপালকে আবারও জেরা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments