গতবারের চ্যাম্পিয়ন ক্যাপ্টেনকেই ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। থাকলেন না শ্রেয়স। তবে এবারও ১২ কোটি টাকা দিয়ে আন্দ্রে রাসেলকে ধরে রাখল কেকেআর। রাসেলের সঙ্গেই প্রত্যাশামতো রিটেন করা হয়েছে সুনীল নারিন, রিঙ্কু সিং এবং বরুণ চক্রবর্তীকে। সুনীল নারিনকে ১২ কোটি টাকায়, বরুণ চক্রবর্তীকে ১২ কোটি টাকায়, ১৩ কোটি টাকায় ধরে রাখা হল রিঙ্কু সিংকে। এদের ছাড়াও রাখা হয়েছে হর্ষিত রানা এবং রমনদীপ সিংকে। দু’জনকেই চার কোটি টাকা করে দিতে হচ্ছে। রিটেনশন লিস্ট জমা দেওয়ার আগে পর্যন্ত শ্রেয়স আইয়ারের সঙ্গে আলোচনা করা হয়। দুই পক্ষের মধ্যে আলোচনা ফলপ্রসূ হয়নি। ফলে, নতুন অধিনায়ক খুঁজতে হবে কেকেআরকে। সেইসঙ্গে খুঁজতে হবে উইকেটকিপারও। কারণ ফিল সল্ট ও রহমানউল্লাহ গুরবাজ দু’জনকেই ছেড়ে দিয়েছে এবার কেকেআর।