১৬ সোনা, ১৩ রুপো ১৮ ব্রোঞ্জ। মোট ৪৭ পদক। এবারের জাতীয় গেমস স্মরণীয় করে রাখলেন বাংলার জিমন্যাস্ট, অ্যাথলিটরা। এবার অন্যতম সেরা পারফরম্যান্স বলেই মনে করছেন সবাই। জাতীয় গেমসে বাংলা পদক তালিকার অষ্টম স্থানে শেষ করল। বাংলার সবচেয়ে বেশি ১২টি পদক এসেছে জিমন্যাস্টিক্স থেকে। এরমধ্যে ৫ সোনা ও ৫ রুপো এবং ২ ব্রোঞ্জ। সবচেয়ে বেশি সোনা এসেছেও জিমন্যাস্টিকেই। এরপর লন বল থেকে এসেছে ৮টি পদক। টেবিল টেনিসে এসেছে ৬টি পদক। সাঁতারে এসেছে ৫টি পদক।