More
    Homeখবরএবারের প্যারালিম্পিকে অতীতের পদক জয়ের রেকর্ড ভেঙে দিয়েছেন ভারতীয় অ্যাথলিটরা

    এবারের প্যারালিম্পিকে অতীতের পদক জয়ের রেকর্ড ভেঙে দিয়েছেন ভারতীয় অ্যাথলিটরা

    এবারের প্যারালিম্পিকে অতীতের পদক জয়ের রেকর্ড ভেঙে দিয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। এখনও শেষ হয়নি। তার আগেই শনিবার দেশে ফিরলেন ভারতীয় প্যারা অ্যাথলিটরা। রাজকীয় সংবর্ধনাই দেওয়া হল অবনী লেখারা, মোনা আগরওয়াল, রাকেশ কুমার সহ পদকজয়ীদের। দিল্লি বিমানবন্দরেই ফুল-মালায় ঢেকে দেওয়া হয় অবনীদের। একেবারে রাজকীয়ভাবেই বরণ করে নেওয়া হয় তাদের। দেশে ফিরে অবনী বলেন, ‘এবারের প্যারালিম্পিক দারুণ কেটেছে। এবার আমরা অতীতের থেকে আরও বেশি সোনার পদক জিতেছি।’ মোনা আগরওয়াল বলেন, ‘দেশে ফিরে সাধারণ মানুষের থেকে এত ভালোবাসা পাচ্ছি সেটার জন্য আরও ভালো লাগছে।’ রবিবারই শেষ হচ্ছে প্যারালিম্পিক। তিরন্দাজিতে সোনার পদক জয়ী হরবিন্দর সিং ও অ্যাথলেটিক্সে জোড়া পদক জয়ী প্রীতি পাল এবার প্যারালিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments