More
    Homeরাজনৈতিকএবারের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে জারি ১৪৪ ধারা

    এবারের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে জারি ১৪৪ ধারা

    এবারের বিধানসভা নির্বাচনে সবচেয়ে ছোট কেন্দ্র নন্দীগ্রামে  ভোটের আগে ১৪৪ ধারা জারি করল নির্বাচন কমিশন । ভোটের প্রচার শেষ হয়েছে মঙ্গলবারই। নন্দীগ্রামের ৩৫৫টি বুথই স্পর্শকাতর জানিয়ে ১৪৪ ধারা জারি করল কমিশন। বুধবার, সন্ধে সাড়ে ছটা থেকে এই নির্দেশ কার্যকর করা হচ্ছে। ফলে এক সঙ্গে পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না। নজরদারিতে মোতায়েন ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। হেলিকপ্টারেও চলছে নজরদারি।

    কমিশনের কড়াকড়ির মধ্যেও বহিরাগত ইস্যুতে সরব তৃণমূল-বিজেপি । নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান অভিযোগ করেন, “রেয়াপাড়া, বিরুলিয়া, গোকুলনগর, টেঙ্গুয়া-সহ একাধিক জায়গায় বিভিন্ন বাড়িতে লোক জড়ো করা হয়েছে”। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর  নির্বাচনী এজেন্ট মেঘনাদ পালের মতে সতর্ক দৃষ্টি আছে প্রশাসনের। সব মিলিয়ে নিরাপত্তার চাদরে মোড়া চেষ্টা হচ্ছে নন্দীগ্রামকে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments