Wednesday, June 7, 2023
HomeUncategorizedএবারে ফুলকি এলো মিঠাইয়ের জায়গায়, বান্ধবী ধারাবাহিক বলে শেয়ার করলো, এক হাত...

এবারে ফুলকি এলো মিঠাইয়ের জায়গায়, বান্ধবী ধারাবাহিক বলে শেয়ার করলো, এক হাত নিল আদৃতকে

মিঠাই ধারাবাহিক টি টেলিভিশনে আসার পর থেকেই অনেকেই চেয়েছিলেন আদৃত এবং সৌমিতৃসার একটা সম্পর্ক তৈরি হোক। কিন্তু পর্দায় এই জুটি হিট হলেও বাস্তব জীবনে একে অপরকে কখনোই তারা মন দেননি।
আদ্রিতের জীবনে রয়েছে অন্য কেউ। আর তিনি হলেন কৌশম্বি। আর এই জুটিকে দর্শক মানতে একদমই নারাজ।

মিঠাই ধারাবাহিকের জায়গায় এবার আসছে ফুলকি। আর যেখানে কৌশম্বি থাকবে একটি বিশেষ চরিত্রে। তাই আদ্রিত সোশ্যাল মিডিয়ায় সেই ধারাবাহিক নিয়ে পোস্ট করে কৌশান দিকে শুভেচ্ছা জানিয়েছেন। ব্যাস এখান থেকেই শুরু হয়েছে যত গন্ডগোল। নানান মানুষ নানান ধরনের বক্তব্য পেশ করেছেন কেউ কেউ বলছেন এত ধারাবাহিক এল কখনো তোর সেই ধারাবাহিকের শুভেচ্ছা জানাতে দেখা যায়নি তাহলে হঠাৎ এটাতেই কেন।

আদ্রিতের পোস্টে খারাপ মন্তব্য করতে কেউই পিছপা হননি। এবারে আদ্রিত তাদেরকে একহাত নিলেন। কেউ আবার কৌশম্বিকে কাক বলতো পিছপা হন নেই তাই এবারে প্রেমিক আর চুপ থাকলেন না পাল্টা জবাব দিলেন তাদেরকে। আসলেই মিঠাই ধারাবাহিকটি শেষ হয়ে যাচ্ছে এটা অনেকেই ঠিক মেনে নিতে পারছেন না তার জেরেই এত সমস্যা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments