টেলিভিশনের জনপ্রিয় মুখ সব্যসাচী চৌধুরী, যিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন ‘মহাপীঠ তারাপীঠ’-এর বামাক্ষ্যাপা চরিত্রে, এবার অভিনয় থেকে সরে ক্যামেরার নেপথ্যে কাজ করছেন। তাঁর লেখা এবং পরিচালিত শর্টফিল্ম ‘নিষ্পত্তি’ এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইন্ডিয়ান শর্ট ফিল্ম বিভাগে মনোনীত হয়েছে। ১৯ মিনিটের এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন সুমন্ত মুখোপাধ্যায়। ছবির গল্প আবর্তিত হয়েছে সত্যপ্রকাশ নামে এক আত্মদম্ভী ব্যক্তিকে ঘিরে। তাঁর পারিবারিক জীবন ভেঙে গেছে তার অহংকারের জন্য। তবে মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে তিনি এক অলৌকিক সুযোগ পান—এক মিনিটের জন্য সময় ফিরে পাওয়ার। এই সময়ের মধ্যে তিনি জীবনের কোন ঘটনাটি বদলাতে চান, সেটাই ছবির মূল বিষয়বস্তু।
এই শর্টফিল্মের শুটিং সম্পন্ন হয়েছে জুলাই মাসে। অভিনেত্রী পায়েল দে এবং আরও তিন বন্ধুকে সঙ্গে নিয়ে সব্যসাচী তৈরি করেছেন এই ছবি। তাঁর ইউটিউব চ্যানেল’ ন্যাড়া ছাদের গপ্পো’-তে প্রকাশিত অডিও স্টোরিগুলোর জনপ্রিয়তাই তাঁকে শর্টফিল্ম তৈরির অনুপ্রেরণা দেয়।
অভিনয় থেকে পরিচালনায় মনোযোগ দেওয়া প্রসঙ্গে সব্যসাচী জানান, তিনি আরও শর্টফিল্ম তৈরির পরিকল্পনা করছেন। তবে অভিনয় ছেড়ে দেওয়ার প্রশ্ন নেই। বর্তমানে তিনি ধীমান বর্মণের পরিচালিত একটি সিনেমায় কাজ করছেন এবং আগামী জানুয়ারিতে এক বন্ধুর ওয়েব সিরিজের শুটিং শুরু করবেন।