জাপানে আগামী মে মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে অলিম্পিক গেমস। এতে মশাল বহন করবেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি। তিনি হলেন দেশটির ১১৮ বছর বয়সী কানে তানাকা।
এতে বলা হয়, তানাকাকে তার ১০০ মিটারের হুইল চেয়ারে করে পাঠাবে পরিবার। এর পর তিনি পায়ে হেঁটে মশাল হাতে স্পটে পৌঁছাবেন।
এদিকে, তানাকা জানিয়েছেন, অলিম্পিকের এই অনুষ্ঠানের জন্য নতুন এক জোড়া জুতা পেয়েছেন তিনি।
জানা যায়, দুই বার ক্যান্সার থেকে রক্ষা পেয়েছেন কানে তানাকা। তাছাড়া দুই দুটি বৈশ্বিক মহামারি দেখেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক এই নারী।উল্লেখ্য, এর আগে ১০৬ বছর বয়সী অ্যাইডা গেম্যানক ২০১৬ সালে অলিম্পিকের মশাল বহন করেছিলেন। ব্রাজিলের অধিবাসী ছিলেন তিনি। এ ছাড়া ১০১ বছর বয়সী আলেক্সজান্ডার ক্যাপটারেনকো ২০১৪ সালে অলিম্পিকে মশাল বহন করেন।