এবার আর মোচকাবেও না, ভাঙবেও না পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে তাই নাটকীয় মোড়। ভারত পাকিস্তানে গিয়ে খেলবে না জেনেই ‘ভারত বয়কট’এর ডাক দিয়ে দিয়েছে পিসিবি। পাক সরকার নাকি পিসিবিকে জানিয়ে দিয়েছে, ভারতের সঙ্গে আইসিসি, কিংবা এশিয়া স্তরের কোনও টুর্নামেন্টে যেন খেলা না হয়। কেন ভারত খেলতে চায় না, সরাসরি আইসিসির থেকেও জানতে চেয়েছে পিসিবি। এমনকি আইনি পদক্ষেপ করার কথা ভাবছেন পাকিস্তানের ক্রিকেট কর্তারা। পিসিবি এবার এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে নারাজ। এরমধ্যেই ১০০ দিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ভারত রাজি না হওয়ায় সে অনুষ্ঠানও বাতিল হয়ে যায়। যদিও লাহোরের অনুষ্ঠান কেন বাতিল, তা নিয়ে মুখ খোলেনি পিসিবি। এখন শোনা যাচ্ছে, ভেনু পাকিস্তান থেকে অন্য দেশে সরলে, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই সরে দাঁড়াবে পাকিস্তান। জল কোনদিকে গড়ায়, তাই এখন দেখার।