এবার উপাচার্য নিয়োগের এক্তিয়ার নিয়ে টুইটযুদ্ধ রাজ্য ও রাজ্যপালের। রাজ্যপালের দাবি, উপাচার্য নিয়োগের এক্তিয়ার তাঁর। পালটা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, উপাচার্য নিয়োগ করেন উচ্চশিক্ষা দফতর।
মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের নাম টুইট করেন রাজ্যপাল। জানান, অধ্যাপক সঞ্চারী রায় মুখোপাধ্যায়কে ওই পদে নিয়োগ দিয়েছেন তিনি।
এর পরই টুইট করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, সঞ্চারীদেবীকে নিয়োগ করেছে রাজ্য সরকারের সার্চ কমিটি। সঙ্গে রাজ্যপালকে কটাক্ষ করে তিনি লেখেন, রাজ্যপাল সম্ভবত বিধি ভুলে গিয়েছেন।
পালটা টুইটে রাজ্যপাল লেখেন, সার্চ কমিটির চেয়ারম্যানকে নিয়োগ করেন রাজ্যপাল। সঙ্গে সরকারের কাছ থেকে তিনি ন্যূনতম সৌজন্য প্রত্যাশা করেন বলে আক্ষেপ করেন রাজ্যপাল।