More
    Homeখবরএবার এক মহিলার প্রতিকূলতা জয়ের আখ্যান নিয়ে আসছেন অরিত্র সেন

    এবার এক মহিলার প্রতিকূলতা জয়ের আখ্যান নিয়ে আসছেন অরিত্র সেন

    আরজি কর-কাণ্ডের জেরে তোলপাড় শহরতলী। সেই আবহেই এবার এক মহিলার প্রতিকূলতা জয়ের আখ্যান নিয়ে আসছেন অরিত্র সেন। ওয়েব সিরিজের নাম ‘জুলি’। যার নাম ভূমিকায় দেখা যাবে পাওলি দামকে। অভিনেত্রী এবং সিরিজে তাঁর চরিত্রে প্রসঙ্গে পরিচালক বলেন, ‘চরিত্রটি ভাবার পর প্রথমেই আমার পাওলির কথা মাথায় আসে। অতীত জীবনের সীমাবদ্ধতা থেকে মুক্ত হয়ে একটি স্বাভাবিক জীবনযাপন করতে চায় সে। মূলধারার রাজনীতিতে পা রাখার সময়ে জুলি তাঁর অতীতের কারণে যথেষ্ট কলঙ্ক এবং প্রতিকূলতার সম্মুখীন হয়।’ সে কি পারবে সেই বাধাগুলি অতিক্রম করতে? উত্তর মিলবে খুব শীঘ্রই। শুক্রবার প্রকাশ্যে এল সিরিজের অন্যান্য চরিত্রদের ফার্স্ট লুক। ছবি দেখেই অনুমান করা যাচ্ছে একজন রাজনীতিবিদের চরিত্রে দেখা যাবে কৌশিক সেনকে। অন্যদিকে সিবিআই আধিকারিকের চরিত্রে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়। পাশাপাশি নিজনিজ রূপে নজরকাড়া সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, শ্রুতি দাস সহ অন্যান্যরা। এই মুহুর্তে পোস্ট প্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন নির্মাতারা। আগামী মাসে জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘আড্ডাটাইমস্‌’-এ মুক্তি পেতে চলেছে সিরিজটি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments