Wednesday, June 7, 2023
HomeUncategorizedএবার ওয়েব সিরিজে ধরা দেবেন সালমান খান! লক করা হলো ভরপুর অ্যাকশন...

এবার ওয়েব সিরিজে ধরা দেবেন সালমান খান! লক করা হলো ভরপুর অ্যাকশন সম্বলিত চিত্রনাট্য

ভাইজানের নতুন ছবি কিসি কি ভাই কিসি কি জান বক্স অফিসে মুক্ত করে পড়লো তাকে কি কেউ আটকাতে পারে কখনো। প্রতিদিনই নতুন নতুন চমক দিচ্ছেন তিনি সবাইকে। কখনো তিনি দিচ্ছেন হোটেল খোলার খবর আবার কখনো ওটিটি প্লাটফর্মের সঙ্গে পাঁচ বছরের গাঁটছড়া। এবারে বলিউড সুত্রা খবর পাওয়া যাচ্ছে যে তুমি ওটিটি প্লাটফর্মে আসতে চলেছেন।

বলিউড সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, একশন প্যাকট সিরিজে অভিনয় করবেন। এই সিরিজে ইতিমধ্যেই নাকি তিনি চিত্রনাট্যক পড়েছেন। তিনি আবার পরিচালককে সবুজ সংকেত দিয়েছেন। টাইগার থ্রি শুটিং শেষ পর্যায়ে তারপরেই তিনি নাকি কাজে ঢুকে যাবেন সিরিজের। যদিও এই সিরিজ কোথায় কবে দেখা যাবে তা নিয়ে এখনো খোলসা করে কিছু বলা হয়নি।

সম্প্রতি তার instagram একাউন্ট একটি নতুন ছবি পোস্ট করেছেন যেখানে বুলেটের ওপর বসে চোখে কালো চশমা। এটি তার টাইগার থ্রি এর ফার্স্ট লুক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments