এবার কি ছোটপর্দায় দেখা মিলবে টলিউড সুপারস্টার দেবের?
সম্প্রতি জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘তুই আমার হিরো’। এই সিরিয়ালের প্রোমোতেই আবির্ভূত হলেন দেব।
‘টেক্কা’ থেকে ‘খাদান’, একের পর এক ব্লকবাস্টার ছবি আছে এই তারকার ঝুলিতে। তবে কী এমন ঘটল যে টলিউডের ‘খোকাবাবু’ এবার ছেটপর্দায়?
অভিনেতা উদয় প্রতাপের পোস্ট দেখে জল্পনা তুঙ্গে। এই ভিডিও দেখে উচ্ছ্বসিত অনুরাগীদের একাংশ। কেউ কেউ আবার কৌতূহলী যে, কোন চরিত্রে দেখা মিলবে সুপারস্টারের।
তবে সূত্রের খবর অনুযায়ী, রুবেল এবং মোহনার নতুন ধারাবাহিকের প্রচারমূলক ভিডিও করতেই এই পরিকল্পনা।