Tuesday, May 30, 2023
HomeUncategorizedএবার কি পর্দায় দেখা যাবে অরিজিৎ সিংকে? গায়কের বক্তব্য ঘিরে জল্পনা তুঙ্গে!

এবার কি পর্দায় দেখা যাবে অরিজিৎ সিংকে? গায়কের বক্তব্য ঘিরে জল্পনা তুঙ্গে!

অরিজিৎ সিংহ, দেশ বিদেশের অসংখ্য সঙ্গীত অনুরাগীদের মন জয়ী এক বিশেষ নাম। সাম্প্রতিক কালের হিন্দি প্লেব্যাক দুনিয়ার শীর্ষে থাকা এই শিল্পী বরাবরই এড়িয়ে চলেন গ্ল্যামার এর জাঁকজমক, আত্মপ্রচার ও তার বিশেষ পছন্দ নয়।

সাফল্যের শীর্ষে থেকেও তিনি বড়ই সাধারণ। শিকড়ের টানে বার বার চলে আসেন নিজের ভিটেবাড়িতে, মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। আবার ফিরে যান নিজের দুনিয়ায় কখনো ব্যাঙ্গালোর কখনো বা পুনে। তবে এবার কি গানের সাথে অভিনয়েও দেখা মিলবে তার? জানতে আগ্রহী তার অনুরাগীরা।

সঙ্গীতকার তার এক সাক্ষাৎকারে বলেছেন, গানেই মনযোগ দিতে চান তিনি, অভিনয় তার ক্ষেত্র নয়। যদিও মিউজিক ভিডিও করতে গিয়ে ক্যামেরার সামনে আসতে হয় তাকে। তবে যাই হোক, আরও বলেন তিনি, একটা গিটার হাতে বসলে এসব কোনো বিষয়েই ভ্রুক্ষেপ থাকেনা তার, ত পোশাক ই হোক কিংবা রূপ।

সূত্রের খবর, তার মোট সম্পত্তির ৫৫ কোটির কম নয়। গান প্রতি তিনি নেন ১৫ থেকে ২৫ লক্ষ। এছাড়া লাইভ কনসার্ট, টিভি শো তো রয়েইছে। শো পিছু পারিশ্রমিকও কোটির কম নয়। এত বিপুল অর্থ উপার্জন করেও খুবই সাধারণ জীবনযাপন করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। তবে গায়ক হিসেবে যে তিনি অনেক বড় মাপের মানুষ এবিষয়ে কোনো সন্দেহই নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments