একসময় বল হাতে ত্রাতা হয়ে উঠতেন। এবার কি স্টেথো হাতে পারবেন! নয়া অবতারে এবার ভাজ্জি। বড়পর্দায় ‘সেভিয়র’এ অভিনয় করে চমক দিতে চলেছেন প্রাক্তন স্পিনস্টার। সেখানে তিনি ভাজ্জি নন, ডাঃ জেমস মালহোত্রা! ক্রিকেট দুনিয়া থেকে সিনেমার পর্দায় নতুন নন হরভজন সিং। ২০২১ সালেই জন পল রাজের তামিল ছবি ‘ফ্রেন্ডশিপ’ সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন। এবারেও একই পরিচালক। দক্ষিণী সিনেমায় ডাক্তারের ভূমিকায় তিনি ত্রাতা হতে পারেন কিনা তাই দেখার