গরু পাচার কাণ্ডে বিনয় মিশ্রর বিরুদ্ধে ওপেন ওয়ারেন্ট জারি সিবিআই-এর। সীমান্তে গরু পাচার কাণ্ডে এবার নয়া মোড়। ঘটনায় প্রধান অভিযুক্ত ব্যবসায়ী বিনয় মিশ্র্রর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করার তোড়জোড় শুরু করল সিবিআই। যার প্রথম ধাপ হিসেবে তাঁর বিরুদ্ধে ওপেন ওয়ারেন্ট জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত রেড কর্নার নোটিস এর অর্থ বিদেশে যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাঁকে গ্রেফতার করতে পারে সেই দেশের পুলিশ।
রেড কর্নার নোটিস জারির আগের পদক্ষেপ হচ্ছে ওপেন ওয়ারেন্ট। এরপর ইন্টারপোলের অনুমতিতে বিশ্বের বিভিন্ন দেশে ওয়ারেন্টের কপি পাঠিয়ে দেওয়া হবে। ফলে বিদেশে গা ঢাকা দিতে বেগ পেতে হবে মিশ্রকে। সূত্রের খবর, কয়েকদিন আগেই রেড কর্নার নোটিস জারি করার জন্য ইন্টারপোলের দ্বারস্থ হয় সিবিআই। জানা গিয়েছে, এই মুহূর্তে বিনয় দুবাইয়ে রয়েছেন। এ বিষয় নিশ্চিত হওয়ার পরই সিবিআই আধিকারিকরা তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির পরিকল্পনা করেছেন। ইন্টারপোলের কাছে এই মর্মে আবেদন করা হয়েছে। এদিকে, গরু পাচার মামলায় সিবিআইয়ের নজরে রয়েছে আরও এক আইপিএস অফিসার।
সূত্রের খবর, এবার আইপিএস আধিকারিক অংশুমান সাহাকে সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। আগামী ৮ মার্চ সাহাকে নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত গরু পাচার কাণ্ডের প্রধান সুত্র বিনয়। তাই তাঁকে গ্রেফতার করতে পারলে তদন্ত সমাধানে অনেকটাই সুবিধা হবে মনে করছে সিবিআই। এর আগে বারবার হাজিরার নোটিস দেওয়া সত্বেও সিবিআই দপ্তরে হাজির হননি তিনি। বরং বারবার গোয়েন্দাদের চোখে ধুলো দিয়েছেন। সেসময়ই গোয়েন্দারা বুঝতে পারেন, ভিনরাজ্যে পালিয়েছেন বিনয় মিশ্র। তাঁর অনুগামীদের মধ্যেও বেশ কয়েকজনের বাড়ি, অফিসে তল্লাশি চালানো হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু নথি। তার ভিত্তিতেই বিনয়ের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা।