More
    Homeআন্তর্জাতিকএবার চিনের আইসক্রিমেও করোনা! সতর্কতা

    এবার চিনের আইসক্রিমেও করোনা! সতর্কতা

    আইসক্রিমেও (Ice Cream) করোনা! গল্প মনে হতেই পারে। কিন্তু এমনটাই বাস্তবে ঘটেছে চিনে (China)। একটা নয়, পরপর তিনটি ‘সংক্রমিত’ আইসক্রিমের হদিশ মিলেছে উত্তর চিনে।তৎক্ষণাৎ প্রত্যাহার করা হয়েছে ওই ব্যাচের সমস্ত আইসক্রিম কার্টন, চিন সরকার দাবি করেছে।

    জানা গিয়েছে, সংস্থাটি সম্প্রতি ৪ হাজার ৮৩৬ বাক্স আইসক্রিম বানিয়েছে। তার মধ্যে অধিকাংশ আইসক্রিম বিক্রিও হয়ে গিয়েছে। বাকি ২ হাজারটি বাক্স সিল করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। তদন্তে নেমে জানা গিয়েছে, স্থানীয় বাজারে আইসক্রিমের যে ৬৫টি বাক্স পাঠানো হয়েছিল, সেগুলির মধ্যে থেকে ৩টি আইসক্রিমে করোনার হদিশ পাওয়া গিয়েছে। যাঁরা ওই বাক্স থেকে আইসক্রিম কিনেছিলেন, তাঁদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ডেকেছে স্থানীয় প্রশাসন।

    কিন্তু কীভাবে জানা গেল আইসক্রিমে করোনা আছে? মানবদেহ ছাড়া আর কোথাও করোনা জীবিত থাকতে পারে কিনা তার খোঁজ করছে চিনের প্রশাসন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments