দিল্লি ক্যাপিটালসের সাফল্য নেই। আগেই সরানো হয়েছে রিকি পন্টিংকে। এবার ডিরেক্টর অফ ক্রিকেট পদ থেকে সরানো হল সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। জিএমআর গ্রুপ ও জেএসডব্লিউ গ্রুপ যৌথ মালিকানায় চলছে এই ফ্র্যাঞ্চাইজি। চুক্তিতে ঠিক করা হয়েছে ২ বছর করে একেকটি সংস্থা ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে। সৌরভকে ডিরেক্টর অফ ক্রিকেট করেছিল পার্থ জিন্দালের জেএসডব্লিউ। ২০২৫ ও ২০২৬ সালের আইপিএলের দলের দায়িত্ব আপাতত সামলাবে জিএমআর। জনপ্রিয় এক ক্রিকেট ওয়েবসাইটের খবর, আইপিএলের জন্য ডিরেক্টর অফ ক্রিকেট করা হচ্ছে বেণুগোপাল রাওকে। হেড কোচ হেমাঙ্গ বাদানি। তাঁরা জিএমআরের দুটি দলের দায়িত্বেও রয়েছেন। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেটের পদ থেকে সরলেও তিনি জেএসডব্লিউ স্পোর্টসের ডিরেক্টর অফ ক্রিকেট পদেই রইলেন। তিনি মহিলাদের প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালস ও প্রিটোরিয়া ক্যাপিটালসের দায়িত্ব সামলাবেন আপাতত ২ বছর। জানা যাচ্ছে, আইপিএলের নিলামের টেবিলেও থাকতে পারেন সৌরভ। তবে তার ভূমিকা আইপিএল দল গঠনে কী হবে, তা এখনও পরিষ্কার নয়।