More
    Homeপশ্চিমবঙ্গএবার থেকে ফেরিঘাটেও মেট্রোর প্রযুক্তি, চালু হচ্ছে স্মার্টকার্ড আর টোকেন

    এবার থেকে ফেরিঘাটেও মেট্রোর প্রযুক্তি, চালু হচ্ছে স্মার্টকার্ড আর টোকেন

    মেট্রোর প্রযুক্তি এবার লঞ্চেও (launches)। সাধারণ টিকিটের বদলে এবার থেকে ফেরিঘাটেও (ferryghat) মেট্রোর কায়দার স্মার্টকার্ড (smartcard) আর টোকেন (token) ব্যবস্থা চালু করা হচ্ছে। চলতি মাস থেকেই তাতে হাতেখড়ি।

    এবার থেকে ফেরিঘাটেও মেট্রোর প্রযুক্তি, চালু হচ্ছে স্মার্টকার্ড আর টোকেন

    Read More-Visva Bharati: হাই কোর্টের নির্দেশের পরে শুরু ভর্তি, ফল প্রকাশের প্রক্রিয়া

    আড়িয়াদহ-উত্তরপাড়া ফেরিঘাটে টোকেন আর স্মার্টকার্ডের ব্যবস্থা করা হচ্ছে। মেশিন বসানোর কাজ শেষ। সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরেই টোকেন নিয়ে যাতায়াত করতে পারবেন যাত্রীরা, আর কাগজের টিকিট কাটতে হবে না। চাইলে স্মার্টকার্ডও ব্যবহার করতে পারেন। স্মার্টকার্ড ব্যবহার করলে ফেরিঘাটে আর টিকিটের জন্য লাইন দিতে হবে না। ব্যস্ত সময়ে যা খুবই কার্যকরী। আর মেট্রোর ধাঁচে টোকেন সিস্টেম চালু হওয়ার ফলে এখন থেকে আর কেউ চাইলেও টিকিট ফাঁকি দিতে পারবেন না।

    Read More-দেহরক্ষী মৃত্যু মামলায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তলব সিআইডির

    তাছাড়া কোভিড অতিমহামারী পরিস্থিতিতে টোকেন আর স্মার্টকার্ডই আদর্শ ব্যবস্থা, কারণ এতে হাতের ছোঁয়া এড়ানো যায় সহজেই। নতুন এই ব্যবস্থায় খুশি যাত্রীরাও। আড়িয়াদহ-উত্তরপাড়া ফেরিঘাটে প্রাথমিকভাবে এই ব্যবস্থা চালু করা হলেও আগামীদিনে অন্যান্য জায়গাতেও তা দেখা যাবে, জানিয়েছে পরিবহণ দফতর সূত্র।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments