Wednesday, October 4, 2023
Homeজাতীয়এবার দাদাসাহেব ফালকের ধাঁচে জাতীয় স্তরে সত্যজিত রায় পুরস্কার চালু করার ঘোষণা...

এবার দাদাসাহেব ফালকের ধাঁচে জাতীয় স্তরে সত্যজিত রায় পুরস্কার চালু করার ঘোষণা কেন্দ্র সরকারের

এবার দাদাসাহেব ফালকের ধাঁচে জাতীয় স্তরে সত্যজিত রায় পুরস্কার চালু করার ঘোষণা কেন্দ্র সরকারের। সোমবার শহরের এক পাঁচ তারা হোটেলে এনএফডিসি-র (NFDC)-র অনু্ষ্ঠানে এই ঘোষণা সারলেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর । কেন্দ্রের এই ঘোষণা ঘিরে নতুন জল্পনা শুরু রাজনৈতিক মহলে।

সামনেই বাংলায় বিধানসভা ভোট। ভোটের আগে বিশিষ্টদের দলে টানতে কোনও কসুর করছে না বিজেপি। এদিনের সরকারি বৈঠকে হাজির ছিল টলিউডের একটা বড় অংশ। ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেতা আবির চট্টোপাধ্যায়, পরিচালক অরিন্দম শীল, অনীক দত্ত, গৌতম ঘোষ, নন্দিতা রায়, প্রযোজক মহেন্দ্র সোনি, নিসপাল সিং রানেরা এদিনের সরকারি অনুষ্ঠানে যোগ দেন। এই সরকারি বৈঠকে বাংলা সিনেমার উন্নয়ন নিয়েই আলোচনা হয়েছে, দাবি বিশিষ্টদের। তবে বাবুল সুপ্রিয়র মতো হেভিওয়েট বিজেপি নেতা, বিজেপির পরিচিত মুখ কাঞ্চনা মিত্র থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া হিরণ চট্টোপাধ্যায়- সকলের দেখা মিলল এইদিনের অনুষ্ঠানে।

১৯৬৯ সালে শুরু হয়েছিল দাদাসাহেব ফালকে পুরস্কার, এরপর এই প্রথম কোনও চলচ্চিত্র ব্যক্তিত্বের নামে জাতীয় স্তরে চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হল। ভোটের মুখে বাঙালির আবেগে সুড়সুড়ি দিতেই এই পুরস্কার, মনে করছে রাজনৈতিক মহলে একাংশ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments