একুশের প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হয়ে আসতে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো নিমন্ত্রণ গ্রহণ করেছেন বরিস, এ খবর নিশ্চিত করেছেন ব্রিটেনের বিদেশ সচিব ডোমিনিক র্যাব। তাঁর কথায়, ভারতে প্রধান অতিথি হয়ে যাওয়া বড় সম্মানের ব্যাপার যা দু’ দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে। নভেম্বরেই টেলিফোনে কথাবার্তার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ভারতে আসার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সে সময় সরকারিভাবে কিছু জানানো হয়নি। জানা গিয়েছে, আগামী বছর ব্রিটেনে জি-৭ সামিটে যোগ দেওয়ার জন্যও মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ১৯৯৩ সালে ভারতে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হয়ে এসেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর। এর প্রায় তিন দশক পরে ফের কোনও ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হয়ে আসতে চলেছেন। মোদী আগেই বলেছিলেন, দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে একজোট হয়ে কাজ করবে দুই দেশ। করোনা মহামারী শুধু নয় আগামী দিনে প্রতিরক্ষা, ব্যবসা-বাণিজ্য, জলবায়ু বদল ইত্যাদি নানা বিষয়ে হাতে হাত মিলিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে দুই দেশেরই। ভারতের পাঠানো নিমন্ত্রণ গ্রহণ করে বরিস বলেছেন, ‘গ্লোবাল ব্রিটেনের জন্য আগামী বছর খুবই গুরুত্বপূর্ণ। ভারতে অতিথি হতে পারব ভেবে আমি উচ্ছ্বসিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যা আলোচনা হয়েছে সেই মতোই আমরা দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাব।’