More
  Homeপশ্চিমবঙ্গএবার প্রতীক্ষার অবসান! সপ্তাহ শেষে জাঁকিয়ে শীত বঙ্গে

  এবার প্রতীক্ষার অবসান! সপ্তাহ শেষে জাঁকিয়ে শীত বঙ্গে

  সোমবারের পর মঙ্গলবারও শহরের আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হল না। । তবে সপ্তাহান্তে রাজ্যে জাঁকিয়ে শীত পড়তে চলেছে। কলকাতায় পারদ নামতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে।

  শীতকাল চলে এলেও শীতের আমেজটাই যেন অধরা থেকে যাচ্ছিল রাজ্যবাসীর। রাতের দিকে ঠান্ডা বাড়লেও দিনের বেলা তাপমাত্রা সেরকম নামছিল না। কিন্তু এবার জাঁকিয়ে শীত পড়তে চলেছে বঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে শুক্রবার থেকেই তাপমাত্রা নামতে শুরু করবে। এক ধাক্কায় পারদ পতন হতে পারে ৪ ডিগ্রি। তার প্রভাবে শনি ও রবিবার কনকনে ঠান্ডার আমেজ উপভোগ করতে পারবেন রাজ্যবাসী। আলিপুর সূত্রে খবর, কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 96%। সকালের দিকে সামান্য কুয়াশা দেখা গিয়েছে। তবে বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়েছে। কলকাতায় কুয়াশা খানিকটা কমলেও পশ্চিম ও দক্ষিণের চার জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করেছে আলিপুর। এমনকি এই চার জেলায় আকাশে হালকা মেঘ ও তার জেরে হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আগামী দু’দিন কুয়াশার সতর্কবার্তা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওড়িশা এবং মধ্যপ্রদেশেও। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী দু’সপ্তাহে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। ফলে বৃহস্পতি ও শুক্রবার রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এই মুহূর্তে দক্ষিণ আরব সাগরে রাজস্থান এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা উপকূলে ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়া একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে মহারাষ্ট্র থেকে গুজরাতের উপর দিয়ে মধ্যপ্রদেশ পর্যন্ত। তার ফলে আগামী কয়েক দিন তামিলনাড়ু, পন্ডিচেরি ও মাহেতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে। গত কয়েক দিনে কুশায়া আর শীতের লুকোচুরি চলছিল শহর ও জেলাগুলিতে। তাপমাত্রা কিছুটা নামলেও জাঁকিয়ে শীতের দেখা মেলেনি এখনও। বরং গত কয়েক দিনে বেলা বাড়লেই চড়চড়িয়ে রোদে ফের পারদ চড়ছিল ঊর্ধ্বমুখে। গতকাল থেকে মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আগের থেকে কম। তাই ঠান্ডার আমেজ ফিরেছিল গাঙ্গেয় বঙ্গে। অবশ্য শুক্রবার থেকে তাপমাত্রা বেশ খানিকটা কমে শীত পড়ার পূর্বাভাস দিল আলিপুর।

  RELATED ARTICLES

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  - Advertisment -

  Most Popular

  Recent Comments