Wednesday, October 4, 2023
Homeপশ্চিমবঙ্গএবার প্রত্যাঘাত তৃণমূলের, বিজেপি ছেড়ে তৃণমূলে সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা

এবার প্রত্যাঘাত তৃণমূলের, বিজেপি ছেড়ে তৃণমূলে সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা

লোকসভা ভোটে কার্যত একাহাতে স্বামীর হয়ে প্রচার চালিয়েছিলেন তিনি। বিষ্ণুপুরে পদ্মফুল ফোটানোর অন্যতম কারিগর ছিলেন সৌমিত্র খাঁ’র স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ। আর সেই সুজাতা এবার যোগ দিলেন তৃণমূল কংগ্রেস। জানালেন, তৃণমূলে যোগ দিয়ে ‘নিঃশ্বাস’ নিতে পারছেন।

সোমবার তৃণমূল ভবনে যোগদানের আগে সুজাতা বলেন, ‘দিনের শেষে আমরা সম্মান চাই। যোগ্যতার প্রকৃত বিচার-মর্যাদা চাই। কোনও দলে যদি যোগ্যতাই ক্ষুণ্ণ হয়, মর্যাদা পাওয়া না যায়,  সেখানে থাকা মানে মূর্খামি।’

পরে সাংবাদিক বৈঠকে স্বভাবতই সৌমিত্রের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে। সেই প্রশ্নের জবাবে ইঙ্গিতপূর্ণভাবে সুজাতা বলেন, ‘আগামিদিন কে বলতে পারেন, আমার এই সিদ্ধান্তে সৌমিত্র খাঁ সামিল হবেন না।’ সঙ্গে যোগ করেন, ‘আগামিদিনে রাজ্য সভাপতি (বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ) যোগ দেবেন না, কে বলতে পারে।’

তৃণমূলে যোগ দেওয়া নিয়ে সৌমিত্রের সঙ্গে আলোচনা হয়েছে কিনা, সেই প্রশ্নের জবাবে নয়া তৃণমূলনেত্রী বলেন, ‘আমি আগেও একটা বিষয় বলেছি যে পরিবারের বিষয় পরিবারের জায়গায় রাখা হোক, রাজনীতির জায়গায় রাজনীতি রাখা হোক। দুটি একসঙ্গে হতে পারে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments