Sunday, September 24, 2023
Homeসিনে দুনিয়াএবার প্রথমবার সোহম- সোহিনী জুটিতে ছবি 'এই আমি রেণু'

এবার প্রথমবার সোহম- সোহিনী জুটিতে ছবি ‘এই আমি রেণু’

বছরটা বেশ ভালই যাচ্ছে অভিনেতা সোহম চক্রবর্তীর । এবার প্রথমবার জুটিতে দেখা যাবে সোহম ও সোহিনী সরকারকে । আসছে সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে ছবি ‘এই আমি রেণু’ । সৌমেন সুরের পরিচালনায় এই ছবির প্রথম লুক ইতিমধ্যে প্রকাশ্যে।

‘এই আমি রেণু’ ছবিতে সোহিনী-সোহম ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেতা গৌরব চক্রবর্তী ও পরিচালক – অভিনেতা কৌশিক গাঙ্গুলী। এছাড়াও রয়েছেন অনিন্দ্য চাটার্জী, অলিভিয়া সরকার ও অন্যান্যরা। সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ছবির স্ক্রিপ্ট ও চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভা দালগুপ্ত এবং চিত্রগ্রহণ গোপি ভগতের।

গত ২ মার্চ ছবির শ্যুটিং শুরু হলেও এরপর করোনা অতিমারীর জেরে তা বন্ধ হয়ে যায়। ফের আনলক পর্ব শুরু হওয়ায় পুনরায় কাজ শুরু করেন ছবির কলাকুশলীরা।

একজন উচ্চপদস্থ সরকারী কর্মচারীর ভূমিকায় দেখা যাবে সোহমকে। সোহমের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন সোহিনী। ইতিমধ্যে প্রকাশিত পোস্টারে সাইকেল চালাতে দেখা যাচ্ছে সোহিনীকে। তাঁর একেবারে ছিমছাম লুক নজর কেড়েছে সকলের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments