প্রসঙ্গত সিউড়ির তিলপাড়া এলাকার কামালপুরের মানুষদের বেশ কয়েকদিন ধরে আতঙ্কর মধ্যে রেখেছে একটি হনুমান। দোল উৎসব থেকেই শুরু করেছে তার তাণ্ডব।প্রথমে ঘাড়ে বসা, কাউর মাথায় বসা, তারপরে আক্রান্ত করা, এমনই কাজ হয়ে দাঁড়িয়েছে তার।সেই হনুমানের আতঙ্কে গ্রামের মানুষ বাড়ির বাইরে বের হতে পারছে না। গতকাল সিউড়ি থানার পুলিশ কর্মরত অবস্থায় এসআই ডিউটি করার সময় তিলপাড়া এলসি কলেজের সামনে সেই হনুমান চলে আসে। প্রথমে তাদের গাড়ির উপর বসে, তারপরেই তাদের মাথার উপর বসে,তারপর সিউড়ি থানার এক এসআই যখন তাকে রুটি দিতে যায় তার গালে মুখে আচর এবং কামড় দিতে শুরু করে। সেই সিউড়ি থানার কর্মরত এসআই চিকিৎসার জন্য সিউড়ি হাসপাতালে আসেন।তবে বনদপ্তর এর কানে হনুমানের তাণ্ডবের খবর না গেলেও এলাকার মানুষ আতঙ্কিত রয়েছে। এই হনুমানের তাণ্ডবে প্রায়ই গ্রামের চার থেকে পাঁচ জন আক্রান্ত হয়েছে। কারুর পিঠে, কাউকে পায়ে,আবার কাউর গালে শান্তভাবে এসে বসার পরই তাকে নামাতে গেলে বা সরাতে গেলে আক্রান্ত হতে হয় তাদের।