আজই গেরুয়া শিবিরে যোগ দিলেন তিনি। বিজেপি নেতা দিলীপ ঘোষ তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন। তাঁরই সঙ্গে যোগ দেন তৃণমূলে টিকিট না পাওয়া সোনালি গুহ, রবীন্দ্রনাথ ভট্টচার্য।
এদিন শুভেন্দু অধিকারী, মুকুল রায়, লকেট চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে যোগদান পর্ব হয়। সংবাদমাধ্যমের কাছে তনুশ্রী জানান, আজ নারী দিবস। তাই এই বিশেষ দানে তিনি তাঁর জীবনেরও একটি বিশেষ অধ্যায় শুরু করলেন।
তনুশ্রী বলেন, “আজ নারী দিবস। সব সময়ে মানুষের জন্যই কাজ করেছি। মানুষকে আনন্দ দিয়েছি। আজ নতুন জন্ম আমার। বিশ্ব নারী দিবস আজ। আজ একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমার।”
প্রসঙ্গত, বিগত কয়েকদিনে বিজেপি ও তৃণমূল দুই দলেই বিনোদন জগতের বহু তারকা যোগ দিয়েছেন। তৃণমূলের প্রার্থী তালিকায় যেমন প্রার্থী তালিকার মধ্যেও জায়গা করে নিয়েছেন বহু তারকা। বিজেপির প্রথম দুই দফার তালিকা প্রকাশ পেয়েছে। তার মধ্যে ক্রিকেট তারকা অশোক দিন্দার নাম রয়েছে। তিনি পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী দাঁড়াচ্ছেন। বাকি প্রার্থী তালিকা এখনও প্রকাশিত হয়নি। সেই তালিকায় তারকাদের নাম থাকে কিনা তা এখন দেখার অপেক্ষা।