এবার বিমল গুরুংয়ের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের নির্দেশ দিল রাজ্য সরকার। শনিবার নবান্ন থেকে দার্জিলিং পুলিশের কাছে এই নির্দেশ পৌঁছেছে বলে জানা গিয়েছে। বিমল গুরুংয়ের বিরুদ্ধে ৭০টির বেশি ফৌজদারি মামলা রয়েছে।
২০১৭ সালে পাহাড় উত্তপ্ত হয়ে উঠলে বিমল গুরুং, রোশন গিরিদের বিরুদ্ধে মুড়িমুড়কির মতো মামলা করে রাজ্য পুলিশ। হিংসা ছড়ানো, সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক ধারায় মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। মোট মামলার সংখ্যা ৭০-এর বেশি। জানা গিয়েছে, সেই মামলাগুলি প্রত্যাহারের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। দার্জিলিং পুলিশকে আইনি পদ্ধতি অবলম্বন করে গুরুংয়ের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করতে বলেছে নবান্ন।