ভোট বয়কটের ডাক দিয়ে মাওবাদী পোস্টার পড়ল ঝাড়গ্রামে। মঙ্গলবার ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। ইতিমধ্যেই পুলিশ পোস্টারগুলির উদ্ধার করেছে।
এদিন সকালে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানা থেকে আড়াই কিলোমিটার দূরে কুচলাপাহাড়ি এবং খড়পাল গ্রামের একটি রাস্তায় একাধিক পোস্টার পড়ে থাকতে দেখা যায়। সাদা কাগজের উপর লাল কালিতে ওই পোস্টারগুলির কোনওটিতে লেখা ছিল , “টিএমসি দূর হাঁটাও, বিজেপির হাত গোটাও।” কোনটায় আবার লেখা, “জঙ্গলমহলে ভোট বয়কট করুন।” যে এলাকা থেকে এই পোস্টারগুলি মিলেছে বাঁকুড়া জেলার সীমানা থেকে তার দূরত্ব মাত্র সাত কিলোমিটার। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ২ জেলার বাসিন্দাদের মধ্যেই আতঙ্ক ছড়িয়েছে।